রাশিবিজ্ঞানের একটি অন্যতম পরিমাপক পদ্ধতি হল কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। রাশিবিজ্ঞানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের বিভিন্ন প্রকার (Types of Measures of Central Tendency) মূলত তিনটি দিক থেকে পরিলক্ষিত হয়।
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে | Definition of Measures of Central Tendency
যে কেন্দ্রীয় মানের চারিদিকে রাশিতথ্যের মানসমূহ বিস্তৃত থাকে, তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আর অপরদিকে কোনো পরিসংখ্যা বিভাজনে রাশি তথ্যের মানসমূহ একটি কেন্দ্রীয় মানের চারিদিকে অবস্থান করে, যে কেন্দ্রীয় মানে চারিদিকে রাশিতথ্যমালার মানসমূহ বিস্তৃত থাকে তার সংখ্যা কত পরিমাণকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে।
তাই যে একক সংখ্যামানকে একগুচ্ছ সংখ্যা মানের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয় বা চিহ্নিত করা হয়, তাকে কেন্দ্রীয় প্রণতার পরিমাপ বলা হয়ে থাকে।
উদাহরণস্বরূপ বলা যায় –
কোনো রাশি তথ্য মালার কোরগুলি হল, যথাক্রমে – 2, 4, 5, 4, 5
এই রাশিগুলি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হল – 4.
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের বিভিন্ন প্রকার | Types of Measures of Central Tendency
রাশিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান বা শিক্ষায় রাশিবিজ্ঞান এবং মনোবিদ্যাতে সাধারণত তিন ধরনের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
📌 গাণিতিক গড় (Assume Mean),
📌 মধ্যমমান (Median) এবং
📌 ভূষিষ্টক বা সংখ্যাগুরু মান (Mode)
SLST Education, NET, WB SET, CTET, Primary TET ও অন্যান্য পরীক্ষার উপযোগী MCQ প্রশ্নোত্তর
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের (Measures of central tendency questions and answers) বিভিন্ন MCQ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হল –
Q. নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ? (Which of the following is a measure of central tendency?)
A. Standard Deviation
B. Median
C. Quartile Deviation
D. Range
Q. Mode দ্বারা কী বোঝায়? (What does Mode represent?)
A. মধ্যবর্তী মান
B. সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তির মান
C. সর্বনিম্ন মান
D. গড় মান
Q. কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে প্রভাবিত বা নির্ভরযোগ্য পরিমাপক কোনটি? (Which measure of central tendency is most affected by extreme values?)
A. Mean
B. Median
C. Mode
D. All are equally affected
Q. কেন্দ্রীয় প্রবণতার উদ্দেশ্য কী? (What is the purpose of measures of central tendency?)
A. ডেটার বিস্তার বোঝানো
B. ডেটার গড় অবস্থান নির্ধারণ
C. পার্থক্য নির্ণয়
D. ব্যতিক্রম চিহ্নিত করা
Q. কোন পরিমাপটি একাধিক মান নিতে পারে?
(A) Mean
(B) Median
(C) Mode
(D) Standard Deviation
Q. অসম বন্টিত ডেটার ক্ষেত্রে কোন পরিমাপ সবচেয়ে উপযুক্ত?
(A) Mean
(B) Median
(C) Mode
(D) Range
তথ্যসূত্র | Reference
- Garrett, H. E. (1981). Statistics in Psychology and Education (6th ed.). Vakils, Feffer and Simons Pvt. Ltd.
- Best, J. W., & Kahn, J. V. (2014). Research in Education (10th ed.). Pearson Education India.
- Ferguson, G. A. (1981). Statistical Analysis in Psychology and Education (6th ed.). McGraw-Hill.
- Singh, A. K. (2016). Tests, Measurements and Research Methods in Behavioural Sciences (6th ed.). Bharti Bhawan Publishers.
- Koul, L. (2018). Methodology of Educational Research (5th ed.). Vikas Publishing House.
- Types of Measures of Central Tendency
প্রশ্ন – কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলো কি কি
উত্তর – কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলি হল – গাণিতিক গড় (Mean), মধ্যমমান (Median) এবং ভূষিষ্টক বা সংখ্যাগুরু মান (Mode)।
প্রশ্ন – কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি?
উত্তর – কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হল গড় (Mean)। কারণ গড় নির্ণয়ের মাধ্যমে সমস্ত স্কোরকে বিচার বিশ্লেষণ করা সম্ভব।
প্রশ্ন – কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি কী?
উত্তর – কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতির নাম হল – মোড বা ভূষিষ্টক (Mode) এবং মিডিয়ান বা মধ্যমমান (Median)। কারণ এই দুটি নির্ণয়ের ক্ষেত্রে খুব বেশি জটিল গাণিতিক পরিমাপের প্রয়োজন হয় না।
প্রশ্ন – মনোবিজ্ঞানের কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ?
মনোবিজ্ঞানের কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ হল তিনটি। সেগুলি হল – গড় (Mean), মধ্যমমান (Median) এবং ভূষিষ্টক বা সংখ্যাগুরু মান (Mode)।
Latest Education Articles
- আদর্শ বিচ্যুতি কাকে বলে, ধর্ম ও নির্ণয়ের সূত্র | Standard Deviation
- আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে পার্থক্য | Difference Between Histogram and Frequency Polygon
- কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে | বিভিন্ন প্রকার | 3 Types of Measures of Central Tendency
- চতুর্থাংশ বিচ্যুতি কাকে বলে, ধর্ম ও নির্ণয়ের সূত্র | Quartile Deviation
- চতুর্থাংশ বিচ্যুতির সুবিধা ও অসুবিধা আলোচনা | Merits and Demerits of Quartile Deviation
- পরিবর্তিত স্কোর কাকে বলে ও প্রকারভেদ | Derived Scores in Education
1 thought on “কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে | বিভিন্ন প্রকার | 3 Types of Measures of Central Tendency”